ফেনী প্রতিনিধি :
বিচার চাইতে গিয়ে সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানের হামলার শিকার হলেন চর ছান্দিয়ার বৃদ্ধ কৃষক হানিফ।
স্থানীয়রা জানান,বুধবার সন্ধায় মিলন চেয়ারম্যানের পৌরসভাস্থ কার্যালয়ে এ ঘটনা ঘটে। সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধীন হানিফ জানান, তিনি থানায় এ বিষয়ে অভিযোগ দিবেন।
এ বিষয় যোগাযোগ করা হলে মিলন চেয়ারম্যান জানান, সন্ধ্যায় লোকটি আমার অফিসে এসে বকাবকি করছিলো। এ সময় আমার একজন কর্মী কথা কাটাকাটির এক পর্যায়ে লোকটিকে একটি থাপ্পড় মেরেছে। তবে এখানে মারাত্মক কিছু ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলার শিকার মোঃ হানিফ,পিতাঃ- মৃত-আবদুল আহাদ,তমিজ উদ্দিনের বাড়ী,৫নং ওয়ার্ড,চর চান্দিয়া ইউনিয়নের বাসিন্দা।