ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয নিয়ে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
আজ সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,
জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য ডাঃ গোলাম রাব্বানী, জেলা কৃষক লীগের সভাপতি মুশফিকুর রহমান টিটো, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, সাবেক ছাত্র লীগ সভাপতি ফাইজার রহমান কনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা টিয়া,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অঙ্কুর জুবায়ের সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে দেশে সাম্প্রদায়িকতার উসকানি দিতে চায়,দেশে অরাজকতার সৃষ্টি করতে চাই, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তিকরে তাদের দ্রুত গ্রেফতার দাবি করেন। এবং সাম্প্রদায়িকতা ও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বাংলারদর্পণ