যানজটে বসেছিলেন তবুও ‘উল্টো পথে যাননি’ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ ২১ নভেম্বর১৬।
যানজটে বসেছিলেন তবুও ‘উল্টো পথে যাননি’ ওবায়দুল কাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশের সড়ক দিয়ে যাচ্ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন বেলা ১১ টা ৪০ ছুঁইছুঁই। হাইকোর্টের মোড়ে ট্রাফিক সিগন্যালের কারনে অনেক গাড়ীর মাঝে ওবায়দুল কাদেরের গাড়ীটিও যানজটে আটকে ছিল। তীব্র যানজটে বসেছিলেন তবুও ‘উল্টো পথে যাননি মন্ত্রী’।
এমনকি তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর গাড়ী গুলোও সংকেত বাজিয়ে জানান দেননি মন্ত্রী আসছে।
হাস্যজ্জল মন্ত্রীকে দেখা যায় গাড়ীর সামনের আসনে বসে ড্রাইভার এর সাথে কথা বলতে। যদিও আজ মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত বৈঠক, তবুও উল্টো পথে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেননি তিনি। কিন্তু সচরাচর অন্যান্য মন্ত্রীদের বেলায় দেখা যায় উল্টো চিত্র। কখনো অন্য রাস্তা বন্ধ করে ভিআইপি সিগন্যালে কিংবা উল্টো পথে চলেন! মন্ত্রী ওবায়দুল কাদের যেন সেই অপ্রত্যাশিত চিত্রটাই পাল্টাতে চাইছেন। তাইতো তিনি ভিআইপি হয়েও সাধারণ মানুষকে কষ্টে ফেলে ভিআইপিত্ব জাহির করতে যাননি।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক অনেক আগে থেকেই ভিআইপিদের উল্টো পথে যাতায়াতের তীব্র সমালোচনা করতেন।সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেছিলেন, “যাই বলুক। মন্ত্রী থাকলেও বলবো, না থাকলেও বলবো। উল্টোপথে গাড়ি চলাচলে কোনো ছাড় নয়।” কিন্তু তবুও তারা উল্টো পথের যাত্রী।
সম্পাদনা / এসএমএ
Related News

ফেনীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট, সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি | বাংলারদর্পণ
জহিরুল হক মিলন, ফেনী ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের মাধ্যমে অতিরিক্ত ফি বা উৎকোচ ছাড়াRead More

জরাজীর্ণ মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্র : চিকিৎসা কার্যক্রম ব্যহত | বাংলারদর্পণ
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী : সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্রটির জরাজীর্ণ ভবনে অস্বাস্থ্যকরRead More