ফেনী’ প্রতিনিধি
সোনাগাজীর শফি উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরনের অভিযোগ উঠেছে তারই দুলাভাই আবদুর রহিমের বিরুদ্ধে।
সে আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জহির মিজি বাড়ীর মোঃ জসিমের ছেলে।
অপহরনের ঘটনায় রহিমকে আসামি করে মঙ্গলবার থানায় মামলা করেছে ওই ছাত্রীর মা।
জানা যায়, গত ১৭ নভেম্বর সকালে শালীকে নিয়ে উদাও হয় দুলাভাই রহিম। পরদিন থানায় জিডি করেন ওই ছাত্রীর মা।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ২৪ নভেম্বর সকালে চট্টগ্রামের শহরের একটি বাসা থেকে রহিমকে আটক করা হয়। এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। বিকেলে ছাত্রীর মা বাদি হয়ে এজাহার দিয়েছেন।
ভিকটিম ও আসামিকে বুধবার সকালে অাদালতে সোপর্দ করা হবে।
বাংলারদর্পণ