“মাঠে আসো জিমে যাও, মাদক থেকে দূরে রও।” – ড.আব্দুল ওয়াদুদ

মাসুদ রানা:
সময়ের জননন্দিত আইকন ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ একজন মেধাবী শিক্ষাবিদ ড.আব্দুল ওয়াদুদ। জীবনে কখন ও কোনো হসপিটালে চিকিৎসা নিতে যান নি, এমনকি কি তিনি কখন একটা ঔষধ পর্যন্ত সেবন করেননি। এমন মানুষ আমাদের দেশে আরেকজন আছেন কিনা খুঁজে পাওয়া মুশকিল।সম্প্রতি সময় যখন শীতের আর্দ্রতা বাডছে সেই সাথে বেড়ে গেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা ব্যাডমিন্টন ।

যেই খেলাটি আমাদের দেশে শীতকালে বেশী দেখা দেয়। এই ব্যাডমিন্টন খেলার ব্যাড বিশেষ করে এক হাজার থেকে শুরো করে পঞ্চাশ (৫০০০০)হাজার পর্যন্ত হয়ে থাকে কিন্তু আশ্চর্য হলে ও সত্যি যে ড.আব্দুল ওয়াদুদ এর কাছে সাত লক্ষ পঞ্চাশ (৭৫০০০০)হাজার টাকা দামের গোল্ড প্লেটের ARIST-TacTic 9000 কোম্পানীর ব্যাডমিন্টন র‍্যাকেট রয়েছে যা দেখে রীতিমতো অনেকের চোখ মাথা উঠে গেছে।ড.আব্দুল ওয়াদুদ এর সেই ব্যাট টি দেখতে প্রতিনিয়ত অনেক ব্যাডমিন্টন প্রেমী ভীড় জমায় তার বাড়ি তে।

আব্দুল ওয়াদুদ এর কাছে তার ব্যাডমিন্টন র‍্যাকেট টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,এই ব্যাড কত টাকা তা আমার জানার বিষয় না আমি মনে করি একটা ভালো কোম্পানীর ব্যাট হাতে থাকলে নিজের কাছে ভালো লাগে ও খেলতে উৎসাহ যোগায়।

ব্যাডমিন্টন আমার প্রিয় খেলার মধ্যে একটি।শীত- গ্রীষ্ম বলে কথা নেই,আমি বছরের প্রতিদিনই আমার প্রতিষ্টিত ফিকামলি সেন্টার-প্লাটিনাম জীম প্রাঙ্গনে ব্যাডমিন্টন খেলি।শারীরিক ফিটনেস ও সুস্থতা ধরে রাখার জন্য ব্যাডমিন্টন একটি সর্বোৎকৃষ্ট ব্যায়াম। তবে বলতে পারেন এই ব্যাডটি আমি শখের বসে দেশের বাহির থেকে সংগ্রহ করেছি।আমার এই ব্যাটটি আমাকে ব্যাডমিন্টন খেলতে অনেক উৎসাহ যোগায় ।

নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করলে সহজে অসুখ হবে না এবং শরীরের রোগ প্রতিরোগ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে ।ব্যাডমিন্টন খেললে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের ব্যায়াম হয়। সবার প্রতি ডঃ আব্দুল ওয়াদুদ এর একটি আহবান ” মাঠে আসো জিমে যাও, মাদক থেকে দূরে রও। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *