ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেছেন খায়রুল বশর

ফেনী’ প্রতিনিধি :
ফেনী জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যানের শূন্য পদে আওয়ামীলীগ প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারির কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় পরশুরাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ফুলগাজী উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকালে গণভবনে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডে তপনকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে তাকে মনোনয়ন দিতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কেন্দ্রে সুপারিশ করা হয়। তপন জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি। তার বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে।

স্থানীয় সরকার (জেলা পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১৬ এর বিধি ১০(৩) অনুযায়ী ৩ নভেম্বর উপ-নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর, আপীল দায়ের ১৮-২০ নভেম্বর, আপীল নিষ্পত্তি ২১-২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

গত ২৩ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ আইন ২০০০ এর ১৩(২) ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ ফয়েজুল কবিরকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *