ফেনী প্রতিনিধি :
ফেনী’ জেলা জাতীয় পার্টির আহবায়কের পদ থেকে পদত্যাগ করেছেন নাজমা আকতার এমপি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমা আকতার ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়কের পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে দলের চেয়ারম্যান জিএম কাদেরের হাতে তার পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র তুলে দেন।
জানতে চাইলে নাজমা আক্তার বাংলারদর্পণকে বলেন, ৫ সেপ্টেম্বর ফেনী জেলা জাতীয় পার্টির যে কমিটিতে আমাকে আহবায়ক করা হয়েছে, সে কমিটির বিষয়ে আমার মতামত নেয়া হয়নি। তাছাড়া আমি দলের কেন্দ্রিয় দুটি দায়ীত্বে আছি। তাই আমি স্বেচ্ছায় ফেনী’ জেলা কমিটির আহবায়কের পদ থেকে সরে দাড়ালাম। বাংলারদর্পণ