ফেনী প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম লাবলুর ভাই তাইনুল ইসলাম জুমনের ছেলে ও মেয়ে পানিতে পড়ে মারা গেছে।
সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরে লোকজন খোঁজ করতে গিয়ে লাশ দুটি পানিতে ভাসতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত তাফিজ ও তানহাজের বয়স সাড়ে ৩ বছর। তারা জমজ ভাই ভাইবোন ছিল। ঈদের দিন এ করুণ মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একইদিন সন্ধায় শিশুদের নামাজের জানাজা নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়েছে।