কুলিয়ারচরে ঘৃত প্রদীপ প্রজ্জলন উৎসব | বাংলারদর্পণ

ফারজানা আক্তার, কুলিয়ারচর :
কিশোরগঞ্জের কুলিয়ারচর দাসপাড়া কেন্দ্রীয় কালী বাড়ী মন্দিরে শ্রী শ্রী লোকনাথ বাবার স্মরনে ঘৃত প্রদীপ প্রজ্জ্লন উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ( ১০ নভেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় অনুষ্ঠিত ঘৃত প্রদীপ প্রজ্জ্লন অনুষ্ঠানে উপবাসীদের মাঝে প্রসাদ বিতরন, ধুপতি,ঘি ও মাটির তৈরি মুচি বিতরন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের আদী পুরুষরা ধর্মের যে নিয়ম পালন করে আসছেন তারই ধারাবাহিকতায় সারাদিন উপবাসের পর নদীর জলে ঘৃত প্রদীপ ভাসিয়ে লোকনাথ ব্রহ্মচারীর প্রার্থনা শেষে পুষ্পান্ন প্রসাদ গ্রহন করেন উপবাসীরা।
মন্দীরে করোনা ভাইরাস মহামারি থেকে সকলকে রক্ষা করার জন্য প্রার্থনা করা হয়।

কুলিয়ারচর কেন্দ্রীয় কালী বাড়ী লোকনাথ ব্রহ্মচারী মন্দীরের সভাপতি সুকুমার চন্দ্র দাস বলেন,আর্থিক সমস্যার কারনে আমাদের মন্দীরের অনেক কাজ পিছনে পরে গেছে।

মন্দিরের কাজ গুলো ঠিকমত হলে আমরা আরো জাকজমক পূর্নভাবে এই অনুষ্ঠান করতে পারতাম।এ ক্ষেত্রে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *