সোনাগাজীতে দুই অপহরণকারী গ্রেপ্তার : ভিকটিম উদ্ধার | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ ।

তারা হলেন, উপজেলার চর এলাহী গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে আনোয়ার হোসেন রাফি ও পঞ্চগড় জেলার আইয়ুব হকের ছেলে মো. ফরহাদ।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বাংলারদর্পনকে বলেন, গত ৯ নভেম্বর উপজেলার মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর এক ছাত্রী(১৫) কে অপহরন করে সহপাঠী আনোয়ার হোসেন রাফি (১৬)। ওইদিন ছাত্রীর মা বাদী হয়ে সোনাগাজী থানায় অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী রাফি ও তার সহযোগী মো. ফরহাদ (২০)কে আটক করা হয়।

ওসি আরো জানান, অপহরন মামলায় তাদেরকে ফেনী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সৈয়দ মনির, বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *