নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন গ্রামে বৃহস্পতিবার রাতে মৃত ইমান আলী পুত্র রফিকুল ইসলামের হাতে তার আপন চাচাতো ছোট ভাই জহিরুল ইসলামের স্ত্রী কাজলী বেগম (৪০) কোদালের কোপে খুন হওয়ার ঘটনার এক মাত্র আসামী ঘাতক মৃত ইমান আলীর পুত্র রফিকুল ইসলাম’কে শুক্রবার ১০টায় গফরগাঁও থানা পুলিশের সহযোগীতায় নান্দাইল থানা পুলিশ গফরগাঁওয়ের পাগলা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রফিক নান্দাইল থানা পুলিশের নিকট হত্যাকান্ডে জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করেছে। উক্ত খুনের ঘটনায় একজনকে আসামী করে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ১৬৪ ধারায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট জবান বন্দী প্রদানের জন্য ময়মনসিংহ কোর্টে প্রেরন করা হয়েছে।
নিহত কাজলী বেগমের লাশ বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন গ্রামে দাফন করা হয়েছে।