নান্দাইলের মিস্টির দোকানে রসগোল্লায় তেলাপোকা মাছি ভর্তি: বিক্রি হচ্ছে ইফতারিতে 

 

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ নান্দাইলে নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে আজ ১০ জুন ২০১৭ ইং মুশুল্লী চৌরাস্তা এবং নান্দাইল চৌরাস্তার বিভিন্ন হোটেল,ইফতারির দোকান, মিস্টির দোকান, ফলের আড়ত এবং খাদ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান এবং এসআইটি মোঃ আহসান উদ্দিন আকন্দ সোহাগ।

পরিদর্শনকালে মুশুল্লী চৌরাস্তার একটি মিস্টির দোকানে গ্লাসের ভিতর রসগোল্লায় তেলাপোকা, মরা মাছি এবং পিপড়া পাওয়া যায়,একই হোটেলে পচা বাসি ইফতারি, ব্যবহৃত পোড়া তেল, পচা রসগোল্লা পাওয়া যায়।।

 

আরেকটি হোটেলে আয়োডিনবিহীন খোলা লবন, পোড়া তেল, দীর্ঘদিনের জমে থাকা গোল্লার শিরা পাওয়া যায়।।

এ গুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।। নান্দাইল চৌরাস্তার সকল ফল ব্যবসায়ী মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং প্রদর্শিত খেজুর ঢেকে রাখার পরামর্শ দেয়া হয়েছে।।

নিউ টিপটপ বেকারি এবং সামিয়া বেকারির কর্মচারির স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়েছে।।

নিয়মিত ভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হওয়ায় এলাকাবাসি সন্তোষ্ট প্রকাশ করেছে।।

এ ব্যাপারে এসআইটি মোঃ আহসান উদ্দিন আকন্দ সোহাগ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত ভাবে এ অভিযান চলবে।।

নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন,নিয়মিতভাবে অভিযান পরিচালনার ফলে খাদ্য ব্যবসায়ীগণ অনেক সচেতন হয়েছেন।। খোলা খাবার খুব বেশী পাওয়া যাচ্ছে না।। অল্পদিনের মধ্যেই নান্দাইলে খাদ্যে ভেজাল মুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *