সুন্দরবনে বিষ দিয়ে ধরা ৫২কেজী মাছ উদ্ধার, চার চোরাকারবারির জেল | বাংলারদর্পণ

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ৪জন চোরা মাছ শিকারী কে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ।

সাজাপ্রাপ্তরা হলেন শাহাদাত ঢালী (৩৫) মুজাহিদ গাজী(২০) আজিজুল গাজী (৩৫) কবিরুল ইসলাম (৩৫)।

১ নভেম্বর রোববার দুপুরে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো: বুলবুল আহমেদ চার চোরাশিকারির প্রত্যেককে এক মাসের কারাদন্ড প্রদান করেন এবং সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা জব্দকৃত ৫২ কেজী চিংড়ি মাছ বিনষ্ট করা হয়।

প্রসঙ্গত পহেলা নভেম্বর রোববার সকালে কয়রা থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলা সদরের দেউলিয়া বাজার ও কাটকাটা এলাকা থেকে বিষ দিয়ে ধরা সুন্দরবনের ৫২কেজি চিংড়ি মাছ সহ ৪ চোরা শিকাৱীকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *