কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় চাল বোঝাই ট্রলির ধাক্কায় আরশদ গাজী(65) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার বিকাল চারটায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্রবেশ পথে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ঘুগরাকাটি খাদ্য গুদাম থেকে (ভিজিএফ এর চাল) কয়রা সদর ইউনিয়ন পরিষদের জন্য নিয়ে এসে ইউনিয়ন পরিষদে প্রবেশের সময় ট্রলির ধাক্কায় ওই বৃদ্ধ মারাত্মক জখম হয়, তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আধাঘন্টা পর তার মৃত্যু ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলা সদরের মদিনাবাদ গ্রামের মৃত নুরু গাজীর পুত্র। নিহত বৃদ্ধ ভি জি এফ এর চাল নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে এসেছিল।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন।