বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট: ৭ মামলায় ২২হাজার টাকা জরিমানা

মো:আরিফুল হক,শ্রীমঙ্গল :
মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড ও মৌলভীবাজার রোডের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা হয়। ২৪ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে সালাউদ্দিন ট্রেডার্স এর মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। দ্রব্যের যোগান স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় এক দোকানীকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫০০ টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫ জন মোটরবাইক চালককে ১৭০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মো. নেছার উদ্দিন এবং ওসি ( অপারেশন) নয়ন কারকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *