ফেনী প্রতিনিধি :
ফেনীতে বিএসটিআইয়ের লাইসেন্স না, থাকায় তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানার আদেশ দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুজ্জামান।
বিএসটিআইয়ের ফিল্ড অফিসার(সিএম) মোঃ আশিকুজ্জামান জানান,বিএসটিআই এর লাইসেন্স গ্রহন না করে পন্য উৎপাদন করায় মেসার্স বাংলা ড্রিংকিং ওয়াটারকে ৪০ হাজার জরিমানা ও কারখানা সিলগালা, মেসার্স রিজন ইন্টারন্যাশনাল নামীয় ড্রিংকিং ওয়াটার কে ২০ হাজার টাকা জরিমানা ও মেসার্স আলি বেকারী নামীয় প্রতিষ্ঠানকে বিস্কুট উৎপাদন করায় ৩০ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নের্তৃত্বে দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান, বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রাম এর পক্ষে ফিল্ড অফিসার(সিএম) মোঃ আশিকুজ্জামান ও প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট)।