সোনাগাজী পৌরসভা প্রথম শ্রেনীতে উন্নিত | বাংলারদর্পন

সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী পৌরসভা প্রথম শ্রেনীতে উন্নিত হয়েছে  |  ২৯অক্টোবর সোমবার বিকালে ইমেল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার সচিব।

সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিপত্র অনুযায়ী বিগত ৩ বছর গড়ে ১কোটি টাকার উর্ধ্বে রাজস্ব  এবং ৭৫%এর উর্ধ্বে হোল্ডিং ট্যাক্স আদায় করতে সক্ষম হয়েছে সোনাগাজী পৌরসভা। সে বিবেচনায় সোনাগাজী পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক প্রটৌকল অফিসার অালাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম ও জেলা অা’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি কে পৌরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন পৌর মেয়র খোকন।

পৌরসভার মানোন্নয়নের লক্ষে পরিপত্র অনুযায়ী রাজস্ব ও হোল্ডিং ট্যাক্স সংগ্রহকালে সর্বাত্বক সহযোগীতা করায় পৌরবাসীকে ধন্যবাদ জানান মেয়র খোকন।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *