কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় অস্ত্রসহ তিন ডাকাতকে ডাকাতি প্রস্তুতি কালে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত রবিউল হক সংগীয় এস আই সৈকতদাস ও এস আই জাকির হোসেন সহ উপজেলার চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় তাদের কাছে ২ টি এলজি,৫রাউন্ড গুলি,২টি কোরা বাড়ি,একটি মুখোস উদ্ধার করে। আটককৃতরা হলো চরকাঁকড়া ইউনিয়নের তৈয়ব আলি প্রকাশ মিষ্টার পিতা মৃত আবুল কালাম, মিজানুর রহমান রুবেল পিতা আব্দুস সাত্তার ও ফেনী জেলার তাজুল ইসলাম তাজু। ওসি তদন্ত রবিউল জানান, আটককৃতদের ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দেয়া হবে।