ভাইকে নিজ হাতে কুপিয়ে হত্যা করে শিবির ক্যাডার তানভীর | বাংলারদর্পণ

প্রতিবেদকঃ
সিলেটের বিয়ানীবাজারে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন ছোট ভাই শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। শুক্রবার বিকেলে সিলেটের বিশেষ আদালতের বিচারক ফারজানা শাকিলা শিমু চৌধুরীর আদালতে এই স্বীকারোক্তি রেকর্ড করা হয়।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার রাত উপজেলার কোনাগ্রামে আপন ছোট ভাই ইসলামী ছাত্র শিবিরের দুর্ধর্ষ ক্যাডার তানভীর আহমদ বড় ভাই কামরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া তানভীর আহমদকে বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাইকে কুপিয়ে হত্যার ব্যাপারে তানভীর আহমদ আদালতকে জানান- খুন হওয়া কামরুল মাদকাসক্ত ছিলেন। তাছাড়া বিদেশ যাওয়ার কথা বলে দফায় দফায় পরিবারের বিপুল অংকের টাকা অপচয়ের অভিযোগ তুলেন বড় ভাই কামরুলের বিরুদ্ধে। তাছাড়া হত্যাকাণ্ডের সময় কথা কাটাকাটির সময় কামরুলই তাকে হত্যা করতে চেয়েছিল। দা দিয়ে কোপ দেয়ার সময় আত্মরক্ষার্থে দা দিয়ে কোপ দিলে কামরুল মারা যায় বলে দাবি তানভীরের।

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে কামরুল ও তানভীরের বাড়ি। মা বাবা না থাকায় অভিভাবকহীন পরিবারে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। গত বুধবার রাতে ঝগড়া বিবাদের জেরেই আপন বড় ভাই কামরুলকে কুপিয়ে খুন করে দুর্ধর্ষ শিবির ক্যাডার তানভীর । এ ব্যাপারে আপন বড় ভাই সুনাম উদ্দিন হত্যা মামলা দায়ের করেন।
ছবিতে- কামরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *