সমাজপতিদের সহযোগীতায় রিক্সাচালকের বসতভিটা দখলের পায়তারা | বাংলারদর্পণ

সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চর লামছি গ্রামের মুলকত হাজী বাড়ীর মোঃ হানিফ। পেশায় একজন রিক্সাচালক। তিনি পৈত্রিক সুত্রে প্রাপ্ত চর লামছি মৌজার বিএস ৪৮৮ খতিয়ানের ৯০৬ দাগে ৫০ শতক জমিতে বসতঘর নির্মান করে ভোগ দখলে আছেন।

হানিফ জানান, গত কিছুদিন যাবত একই বাড়ীর আমির হোসেন গং হানিফের মালিকীয় ৫০ শতকের আন্দরে ১৬ শতক ভূমি দখলের পায়তারা করছে। ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় অভিযোগ দেয়া হয়েছে। আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করে আমিরগং দখলের চেষ্টায় লিপ্ত ।

দখলে বাধা দিলে হানিফগং গত বছর ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর দফায় দফায় হামলা করেন। হামলার ঘটনায় ফেনী আদালতে আমির হোসেন, নাছির- উদ্দিন, কালা মিয়া, পারভেজ, আবুল কাশেম, মোঃ স্বপন, রুহুল আমিন, মানিক, রাসেল, নুর হোসেন ও সজীবের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন ।

এছাড়া সার্ভেয়ার রহিম উল্লাহ পরিমাপেও তিনি বিরোধীয় ১৬ শতক জমির মালিক হয়। ওই পরিমাপ অনুযায়ী স্থানীয় সমাজপতিরা সালিশী বৈঠকে রায় দিয়েও দখলমুক্ত করতে পারেনি। সালিশদার মিজানুর রহমান সচিব মিলন, কামাল উদ্দিন নথি কামাল ও আহম্মদ করিম বলি’ উল্টো উভয় পক্ষের কাছ থেকে টাকা নিয়ে রায় বাস্তবায়নে গড়িমসি করছে।

এ ব্যাপারে আমির হোসেন গনমাধ্যমকর্মীদের জানান- আমরা আমাদের জমিতে ভোগ দখলে অাছি। বিরোধীয় জমি নিয়ে সমাজপতিদের রায় আমরা মেনে নিয়েছি। তবে আদালতে মামলা চলমান থাকায় সবাই সকলে সিদ্ধান্তহীনতায় অাছেন।
ছবিতে – মোঃ হানিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *