সোনাগাজীর মেধাবী ছাত্র নয়নকে বাঁচাতে এগিয়ে আসুন

 

সাহায্যের অাবেদন >>

সোনাগাজী উপজেলার ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র সজীব হোসেন নয়ন (১৫) ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত।

 

সে উপজেলার ৬নং চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার সংলগ্ন  রাসূলপুর এলাকার সুরুত আলী মেম্বার বাড়ির (পুরাতন) মৃত বাবুল হোসেন ও বিবি হাজেরার ছেলে।

 

জটিল ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত নয়ন বর্তমানে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কক্ষ) ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ আবদুল মতিন নিশানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে।

 

চরম আর্থিক অনটনের মধ্যেও ধারদেনা করে পিতৃহীন অসুস্থ্য নয়ন কে প্রতিদিন দুই ব্যাগ করে রক্ত (বি+) দিতে হয়। যা তার হতদরিদ্র পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

 

নয়নের ক্যান্সার নিরাময়ের জন্য বহু টাকার প্রয়োজন। আপনাদের একটু সহানুভূতি ও সহযোগীতা পেলে সুস্থ হয়ে উঠতে পারে নয়নের মতো একজন এতিম মেধাবী ছেলের জীবন।

 

নয়নের মায়ের নম্বরঃ ০১৮৩৭৬৮৯৭০০

সাহায্য পাঠাতে পারেন- ০১৮১২৬১৯৭৭০ (বিকাশ)

সার্বিকক যোগাযোগ:  বাংলার দর্পন ডটকম –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *