দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন- ফেনী জেলা প্রশাসক

 

পরশুরাম (ফেনী) প্রতিনিধি :প্রকাশ- ৩০ নভেম্বর১৬।

fb_img_1480512117146

ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেছেন,দুর্নীতি একটি সামাজিক ব্যাধি।দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার হোন।দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বুধবার সকালে পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্নীতি দমন (দুদক) থেকে প্রাপ্ত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সাইফুর ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মালেক,পরশুরাম উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইয়াছিন শরীফ মজুমদার,দুনীতি দমন (দুদক) এর পরশুরাম শাখা সভাপতি সামছুল করিম মজুমদার, পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ নুর মোহাম্মদ।

অনুষ্ঠানে অভিভাবক সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা দুর্নীতি রোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পরে প্রধান অতিথি স্কুলের ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এছাড়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ও উপজেলা ডিজিটাল সেন্টার উদ্ভোধন করেন জেলা প্রশাসক আমিন উল আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *