ফেনী’ নদীর থেকে যুবকের লাশ উদ্ধার | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনী’ নদীর চর নারায়ন এলাকায় একটি মাছের ঘেরে পানি নিষ্কাসনের পাইপে আটকা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে । বিকেলে ওই যবকের লাশ উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা। তার নাম জামশেদ আলম (২৭).। সে চর ছান্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খাল্লা বাড়ীর আমির হামজার ছেলে।

মর্মান্তিক এ মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, মডেল থানার ওসি সাজেদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ সহ হাজার হাজার উৎসুক জনতা। | বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *