ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলাস্থ চর ছান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোনিত হয়েছেন বর্তমান কমিটির সহ সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর। তিনি চর ছান্দিয়া গ্রামের দারবক্স সারেং বাড়ীর মৃত ছায়েদুল হক ছেলে।
জানা যায়, ইউনিয়ন অা’লীগের সভাপতি সাহাবুদ্দিন এর মৃত্যুতে পদটি শুন্য হয়।
বুধবার সকালে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরন নেন উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। তিনি জানান, জেলা অা’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে পরামর্শক্রমে ও উপজেলা অা’লীগের সিদ্ধান্তক্রমে দলের নিবেদিত সংগঠক ইউনিয়ন অা’লীগের সিনিয়র সহ সভাপতি সেলিম জাহাঙ্গীর কে সভাপতি পদে মনোনিত করা হয়েছে।
সেলিম জাহাঙ্গীর ২০১১ সালে ইউপি নির্বাচনে অা’লীগ মনোনিত প্রার্থী ছিলেন।