সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীতে সাম্প্রদায়িক সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সোনাগাজীর কাউসার ইসলাম (১৯) মারা গেছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কাউসার সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের বড় ছেলে।
জানা যায়, গত ১৬ অক্টোবর কাউসার ইসলাম ফেনী বড় মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মাথা ও মুখে গুলিবিদ্ধ হন। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোনাগাজীর নিজ বাড়িতে ছিলেন তিনি।
বৃহস্পতিবার রাত থেকে তার অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর পাঁচটার দিকে তাকে ঢাকায় ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহতের চাচা আতাউল ইসলাম জানান, ওই দিন দোকানের মালামাল কিনতে কাউসার বিকেলে ফেনী এসেছিল। মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার পর সংঘর্ষের সময় গুলিতে আহত হয়। সে বাবার সঙ্গে ব্যবসা দেখাশুনা করতো।
শুক্রবার রাতে তার লাশ ঢাকা থেকে সোনাগাজী পৌর শহরের কাশ্মির বাজার সড়কের ভাই ভাই মঞ্জিলের বাসায় আনা হলে কান্নার রোল পড়ে যায়। পরিবারের বড় ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা।
শনিবার বাদ যোহর সোনাগাজীর ভোয়াগ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।