সোনাগাজীতে চোরাই প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩ | বাংলারদর্পণ

ফেনী’ প্রতিনিধি :
চট্রগ্রামের পাঁচলাইশ এলাকা গতকাল সন্ধা ৭টায় চুরি হওয়া একটি প্রাইভেটকার মধ্যরাতে ফেনীর সোনাগাজী থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তারা হলেন,বান্দরবনের বাসিন্দা সুমন বড়ুয়া, নোয়াখালীর বাসিন্দা ইমন ও আরিফুর রহমান ।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বাংলারদর্পণকে বলেন, যাত্রীবেশে তিন ছিনতাইকারী গাড়ীটি ভাড়া করেছে। ফেনীর দাগণভুঞার ফাজিলের ঘাট এলাকায় এসে চালক খোরশেদ আলমকে মুখ বেধে গাড়ী থেকে ফেলে দেয়।

উদ্ধারকৃত প্রাইভেটকার > বাংলারদর্পণ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় স্থানীয়দের সহযোগীতায় অভিযান তিন ছিনতাইকারীকে আটক করে এবং চালক ও গাড়ী উদ্ধার করা হয়। বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *