রাণীনগরে নিউরাে-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

 

 

নওগাঁ প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে একদিনের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাণীনগর অফিসের আয়োজন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় উক্ত ওয়ার্কশপ নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়র উপর বিস্তারিত বক্তব্য রাখেন, ডা: মামুনুল হক, উপজেলা নির্বাহী অফিসার সােনিয়া বিনতে তাবিব, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ-আল মামুন, উপজেলা রিসার্চ সেন্টারের কর্মকর্তা এম নাজমুল হক, একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মজনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, ঘাষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােজাহারুল ইসলাম, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, যুগ সম্পাদক এমএ রউফ রিপন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *