ছি ছি ভিড় রাস্তায় একি করলেন পাকিস্তানী প্রেমিক যুগল! (দেখুন ভিডিওতে)

আন্তর্জাতিক ডেস্ক-   ভিড় রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে হাঁটু গেড়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করেন এক তরুণ। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা। এই দৃশ্য দেখে থমকে দাঁড়ান বেশ কিছু লোক। অনেকেই ক্যামেরাবন্দি করেন সেই দৃশ্য। তারপরই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। ঘটনাটি ২৮ মার্চের ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি এলাকার।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/8lVIlZBejWE
ঘটনাটি নজরে আসতেই মুসলিম কট্টরপন্থীদের রোষের মুখে পড়েন ওই যুগল। তাদের দাবি, প্রকাশ্যে প্রেম নিবেদন করে ইসলামের অবমাননা করেছেন ওই তরুণ-তরুণী। রাস্তায় কান ধরে উঠবোস করনোর হুমকিও দেওয়া হয় তাদের। হুমকির জেরে ইতিমধ্যে ক্ষমাও চেয়েছেন ওই তরুণ।
বিশ্ব্যের একমাত্র চায়নার যে ভয়ঙ্কর কাঁচের রাস্তায় হাঁটতে গিয়ে লাখ লাখ মানুষ হার্টফেল করেছে।
তবে, এ ঘটনার পর থানে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে তরুণী পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে নিরাপত্তার আশ্বাস পেয়েও শহর ছেড়েছেন প্রেমিক যুগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *