নোয়াখালীতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলায় বিদেশী পিস্তলসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে উপজেলার মাইজদী শহর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মজিবুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও একই এলাকার নুরুল হকের ছেলে শামীম (২৬)।
নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি আতাউর রহমান ভূঁইয়া জানান, জাহাঙ্গীর ও শামীম জেলা শহর মাইজদীর শিল্প এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় তাদের দেখে সন্দেহ হলে শরীর তল্লাশি করে একটি বিদেশী পিস্তল পাওয়া যায়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *