ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ডে বলি বাড়ীর সড়ক নির্মানে নিন্মমানের কাঁচামাল ব্যাবহারের অভিযোগে ঢালাই কাজ স্থগিত রাখতে বলেছে জেলা অা’লীগের সদস্য রুহুল অামিন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত নির্মান কাজ স্থগিত ছিল। রুহুল অামিন বলেন, টেন্ডার ছাড়াই মনগড়া বাজেট ও নিন্মমানের কাঁচামাল দিয়ে ওই সড়কে সিসি ঢালাইয়ের কাজ করার অভিযোগে কাজ স্থগিত করা হয়েছে। পরে সকাল ১১ টায় এসআই ডালিম মজুমদারের নেতৃত্বে পুলিশি পাহারায় ১ নং কক্রিট ব্যাবহার করে পুন:রায় কাজ চালু হয়েছে।
স্থানীয় কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন জানান, এটি মেয়রের ব্যাক্তিগত প্রকল্প। তিনি নিজ উদ্যোগে স্কুলের শিক্ষার্থী ও মসজিদের মুসুল্লিদের চলাচলের সুবিধার্থে সিসি ঢালাই দ্বারা সড়কটি নির্মান করছেন।
পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন জানান, ওই সড়কটি অামার ব্যাক্তিগত উদ্যোগে নির্মান হচ্ছে। রুহুল অামিন পৌরসভার কাজ গুলো টেন্ডার ছাড়াই সে তার ঠিকাদার প্রতিষ্ঠানে দেয়ার জন্য বলেছিল, না দেয়ায় কাজ স্থগিতের চেষ্টা করেছে ।
স্থানীয় কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন জানান, এটি মেয়রের ব্যাক্তিগত প্রকল্প। তিনি নিজ উদ্যোগে স্কুলের শিক্ষার্থী ও মসজিদের মুসুল্লিদের চলাচলের সুবিধার্থে সিসি ঢালাই দ্বারা সড়কটি নির্মান করছেন।
পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন জানান, ওই সড়কটি অামার ব্যাক্তিগত উদ্যোগে নির্মান হচ্ছে। রুহুল অামিন পৌরসভার কাজ গুলো টেন্ডার ছাড়াই সে তার ঠিকাদার প্রতিষ্ঠানে দেয়ার জন্য বলেছিল, না দেয়ায় কাজ স্থগিতের চেষ্টা করেছে ।