শেখ আশিকুন্নবী সজীব, ফেনী। প্রকাশ- ০২ নভেম্বর ১৬।

ফেনীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- “আত্মকর্মী যুবশক্তি,টেকসই উন্নয়নের মূলভিত্তি”।
মঙ্গলবার সকালে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে এক যুব শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান রোডের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ফেনী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম,ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অডিনেটর মোঃ আশরাফ হোসেন,ফেনী ফেডারেশন অব এনজিও এর সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সুইড বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট সমীর চন্দ্র কর।
এতে আরো উপস্হিত ছিলেন ফেনী পৌরসভার মহিলা কাউন্সিলর মঞ্জু রানী দেবী, আরবান ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমান প্রমুখ।
অনুষ্ঠানে তিনটি যুব সংগঠনকে পুরষ্কৃত করা হয়।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।