একনেকে ১৫টি প্রকল্পের অনুমোদন 

নিউজ ডেস্ক :

৪টি নদীর নাব্য সংকটের সমাধান প্রকল্পসহ মোট ১৩ হাজার ২শ ১৮ কোটি ৩১ লাখ টাকার ১৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করে একথা জানান।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, `আজকের সভায় মোট ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এগুলোর মোট ব্যয় হবে ১৩ হাজার ২১৮ কোটি ৩১ লাখ টাকা। সরকারি অর্থায়নে ৮ হাজার ৪৭৯ কোটি ২২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ৪৪৮ কোটি ৪৩ লাখ টাকা। ৪ হাজার ২৯০ কোটি ৬৬ লাখ টাকা প্রকল্প সাহায্য বাবদ পাওয়া যাবে।

অনুমোদনকৃত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পগুলো হলো ধরলা, ব্রহ্মপুত্র, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য সংকট দূরীকরণ প্রকল্প। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৭১ কোটি টাকা। এছাড়াও কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের জন্য ২ হাজার ১৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *