সোনাগাজী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের নদনা গ্রামে মঙ্গলবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান ইসহাক খোকনের হস্তক্ষেপে তিন মাদক ব্যবসায়ীকে ৪০০ গ্রাম গাঁজা সহ আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে ।
আটককৃতরা হলেন, উপজেলার বগাদানা ইউনিয়নের নদনা গ্রামের আবুল হাসেম (৪০), কেরামতিয়া গ্রামের আব্দুল মান্নান (২২) ও আলমপুর গ্রামের জাহিদুল ইসলাম উজ্জল (২০)।
সোনাগাজী মডেল থানার এসআই শাহ নেওয়াজ জানান, চেয়ারম্যান ইসহাক খোকনের হস্তক্ষেপে এলাকাবাসী একটি সিএনজি ও প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
তিনজনকে আটকের কথা স্বীকার করে ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।