জহিরুল ইসলাম জাহাঙ্গীর :
আজ১৭ই নভেম্বর’১৭ (শুক্রবার) ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজ্জম স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে পৈথারা কিন্ডারগার্টেন আয়োজিত আয়শা ফাউন্ডেশন বৃত্তি’১৭ পরীক্ষা অনু্ষ্টিত হয়েছে।
পুর্ব দিগন্তে উদিত নক্ষত্রের উদ্ভাসিত আলোয় শতশত শিশুর কোলাহলে মুখরিত আলী আজ্জম স্কুল এন্ড কলেজের সবুজ বেষ্টনীর অভ্যন্তরে উপজেলার ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম-৫ম শ্রেণীর ৪১১ জন মেধাবী শিক্ষার্থী প্রতিযোগিতামুলক এই পরীক্ষায় অংশগ্রহন করে।
পৈথারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মিজান মজুুমদার, শিক্ষা হিতৈষী, বিদ্যোৎসাহী আবদুল আলিম রুবেল ও আবদুল হালিম সোহেলের সার্বিক পরিচালনায় পৈথারা কিন্ডারগার্টেন আয়োজিত এটি বৃত্তি পরীক্ষার সুচনা।পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা ৪৫ মিঃ শেষ হয়।
পৈথারা কিন্ডারগার্ডেন কর্তৃপক্ষ জানায়, উপজেলার অধিকাংশ সাংবাদিকের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্ত পরিবেশে প্রথমবারের মতো এই বৃত্তি পরীক্ষা ঐতিহাসিক।তারা আরো জানায়,প্রতিযোগীদের মধ্য থেকে ৬০ শতাংশ নাম্বার পেয়ে উর্ত্তীর্ণদের বৃত্তি প্রদান করা হবে।এতে ৮০ শতাংশ নাম্বার পেয়ে উর্ত্তীর্ণদের ট্যালেন্টপুল বৃত্তি প্রদানের পাশাপাশি প্রাইজবন্ড দেয়া হবে।
উল্লেখ্য, মুন্সীরহাট ইউনিয়নের পৈথারা গ্রামের কৃতি সন্তান সৌদী প্রবাসী আবদুর রহিম তাঁর মা আয়েশা বেগমের নামে এই বৃত্তি প্রথমবারের মতো চালু করেন।