চট্টগ্রাম ব্যুরো : দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও রাউজানের কৃতি সন্তান স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে এক শোক সভা সংগঠনের সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিনের পরিচালনায় সংগঠনের সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি ও পূর্বকোণের রাউজান প্রতিনিধি জাহেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এম.জাহাঙ্গীর নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, সংগঠনের কর্মকর্তা এম.রমজান আলী, গাজী জয়নাল আবেদীন যুবায়ের, এম.কামাল উদ্দিন ও হাবিবুর রহমান।
সভায় বক্তারা বলেন, স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী সংবাদ পত্রে যেমন আলোকিত একজন ব্যক্তি ছিলেন। তেমনি গণ মানুষের দাবী আদায়ে ছিলেন এক সোচ্ছার মানুষ। এমন মানুষের বিদায়ে দেশের সংবাদ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও গভীরভাবে মর্মামহত। যা দেশের পাশাপাশি রাউজানের মানুষেরও অপুরনীয় ক্ষতি সাধিত হয় বলে উল্লেখ করা হয়। আর এমন ব্যক্তির স্মরণে রাউজানে কোন স্থাপনা ও সড়কের নাম করনের জন্যও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান।