দিনব্যাপী জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান: দুই ব্যবসায়ীর কারাদন্ড

 

বাংলার দর্পন ডটকম : ফেনী জেলা প্রশাসনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে আজ (১৩ সেপ্টেম্বর, ২০১৭) ফেনী জেলার বিভিন্ন মাদক পয়েন্ট ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এই মোবাইল কোর্ট অভিযানের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।  এ সময় ধর্মপুরের বটতলায় মাদক ব্যবসায়ী জাহাংগীর ও রউফের আস্তানা, বাঁশতলায় অভিযান পরিচালনা করা হয়। আরো অভিযান পরিচালনা করা হয় কাজীরবাগের গিল্লাবাড়ির মাদক সম্রাট কালু মেম্বারের আস্তানায়। আরো অভিযান পরিচালনা করা হয় বিরিঞ্চির মাদক ব্যবসায়ী বাবলুর আস্তানায়; অভিযান পরিচালিত হয় মহিপালের গোল্ডেন পার্ক সংলগ্ন চায়না বিল্ডিং এর জাহাঙ্গীরের মেস নামক মাদক আস্তানায়।

 

এ সময় পূর্ব বিজয়সিংহ বড় বাড়ির মো: ইয়াছিন কে ৫০০ গ্রাম গাঁজা বহন ও বিক্রির দায়ে ৬ মাসের কারাদন্ড দেন আদালত। একই স্থানে মো: নুরুল হুদাকে ১০ পিস ইয়াবা বহনের দায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

এ সময় মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক  ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *