সোনাগাজীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীর ওপর হামলা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ধনিপাড়ায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রবাসী স্বামী মো. সোহেলের ওপর হামলা করেছে বখাটে মো. আলম ও তার সহযোগীরা। ২৭ আগস্ট মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল বাদি হয়ে আলম ও, দেলোয়ারসহ ৭জনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে চর সাহাভিকারী গ্রামের হোসেন আহমদের ছেলে বখাটে আলম প্রবাসী মো. সোহেলের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে। মঙ্গলবার সকালে স্থানীয় সমাজপতি ও ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন সোহেল । এতে ক্ষিপ্ত হয়ে আলম , ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তাদের ১০-১২জন সশস্ত্র সহযোগী সোহেলের ওপর হামলা চালায় । এসময় সোহেল ও তার স্ত্রী মারাত্বক আহত হয় ।

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, সকালে আলমের ওপর হামলা করেছিল সোহেল । বিকেলে আমিসহ সমাজের লোকজন সোহেলকে জিজ্ঞাসাবাদ করতে গেলে আলমের ওপর হামলা করে। সোহেল বলেন, আমার স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে আলম ও তার সহযোগী দেলোয়ার তাদের ভাড়াটে লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে ।

মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *