খুলনা প্রতিনিধি- খুলনার লবনচরা থানাধীন মেইন রোডের পাশে পড়ে থাকা অবস্থায় স্থানীয় একটি দৈনিক পত্রিকার ছাপাখানার কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. কামরুল (৩২) ইসলাম।
লবনচরা থানার উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বাস বা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টন ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন নিহত কামরুল তার ছাপাখানার স্টাফ।