বাংলার দর্পন ডটকম >
ফেনীর সোনাগাজী উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল অাফছার হত্যাকান্ড তদন্তের নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অা.ক ম. মোজাম্মেল হক এমপি।
২২ মার্চ শহীদ নুরুল অাফছারের ছোট ভাই গোলাম কিবরিয়া “নুরুল অাফছার ম্মরনিকা, দৈনিক অামাদের কন্ঠ ও সাপ্তাহিক ফেনীর ডাক” পত্রিকায় প্রকাশিত সংবাদ মন্ত্রীর নজরে দিলে তিনি ফেনীর পুলিশ সুপারকে এ নির্দেশ দেন।
সোমবার(২৭মার্চ) বিকালে সেই নির্দেশনা অনুযায়ী ফেনীর পুলিশ সুপার এ এস এম জাহাঙ্গীর অালম সরকার হত্যাকান্ড তদন্তের জন্য এএসপি(ডিএসবি) অামিরুল ইসলামকে দায়ীত্ব দেন।
সম্পাদনা/ সৈয়দ মনির অাহমদ।