ফেনীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী রেলওয়ে স্টেশন কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন সহায় পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান প্রত্যয় পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।

অাজ মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৬৫জন সুবিধা বঞ্চিত শিশুর হাতে সেলাই করা শার্ট প্যান্ট তুলে দেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিঅার) কর্মসূচির অাওতায় স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র সহযোগিতায় শিশুদের এ উপহার দেয়া হয়েছে।

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অনেকের মা-বাবা বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালায়। তাদের তেমন কোন অায়ের উৎস নেই। এ বাচ্চাগুলো রাস্তায় ঘুরে বেড়ায়। এজন্য অামরা তাদের সহায়তা করেছি। অামরা চাই এ ধরনের শিশুরা যেন কোন অবহেলা বা নির্যাতনের শিকার নাহয়। সবাইকে এ ব্যপারে এগিয়ে অাসতে হবে।

ভবিষ্যৎ এ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এধরনের উদ্দীপনামূলক কাজে সকলের অংশগ্রহণ এবং জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।

পোশাক বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সহায়ের উপদেষ্টা ফেনী প্রেস ক্লাবের সভাপতি ও ডিবিসি নিউজ ফেনী প্রতিনিধি অাবু তাহের ভূঁইয়া, সহায়ের উপদেষ্টা ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনী ডটকম এর সম্পাদক অারিফুল অামিন রিজভি, দৈনিক নয়া পয়গাম পত্রিকার সম্পাদক এনামুল হক, সহায়ের সভাপতি মন্জিলা মিমি, সহ সভাপতি জুলহাস তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ দুলাল তালুকদার সহ জেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সহায়ের সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উলেক্ষ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন সহায় ২০১২ সাল থেকে ফেনী রেলওয়ে স্টেশনে এ বিদ্যালয়ের যাত্রা শুরু করে। এখানে পাঠদান ছাড়াও শিক্ষার্থীদের জন্য অারও বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *