সুবর্ণচরে পানির নিচে ১০ হাজার একর ফসলি জমি, কৃষকদের মানববন্ধন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালী সুবর্ণচরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে ভুক্তভোগী শতাধিক কৃষক।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার খাসেরহাটস্থ কৃষকের চাষকৃত জমিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী কৃষকরা বলেন, ক্লোজারের খালগুলো দখল এবং রাস্তায় পাড় ভেঙ্গে খাল গুলো সরু হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে ১০ হাজার একর জমির ফসল পানির নিচে এবং চলমান চাষাবাদ করতে পারছেনা কৃষকরা।

এলাকাবাসী বলেন, সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত খালটি অনেকটাই দখল হয়ে গেয়ে। যার প্রভাব পড়েছে সরু বা শাখা খালগুলোর ওপর। দ্রুক খালগুলো সংস্কার না হলে, চাষাবাদ বন্ধ হয়ে যাবে। কৃষকরা হয়ে পড়বেন কর্মহীন।

চরওয়াপদা ইউনিয়ন চেয়ারম্যান বলেন, চলমান বর্ষা মৌসুমে দেশের প্রতিটি অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমার এলাকায় কিছু মানুষের অব্যবস্থাপনার কারণে এমন হচ্ছে। আমরা একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে কিন্তু কোন ফলাফল পায়নি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Banglardarpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *