ফেনী প্রতিনিধি :
জানুয়ারীর প্রথম সাপ্তাহে নতুন বই বিতরন, প্রতিটি ওয়ার্ডে সরকারী বিদ্যালয় স্থাপন, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি বৃদ্ধি, শিক্ষকদের বেতন ভাতা দ্বিগুনের কথা উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনার প্রচেষ্টায় অভাবনীয় পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রোববার বিকালে নবাবপুরে অামিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও এ+প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি অারো বলেন, শেখ হাসিনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার কাজ করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অর্জুন কুমারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নবাব ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিসিলাহা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ লুৎফা খানম, অধ্যাপক স.ম. অাশ্রাফ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের তথ্য ও গবেষনার সম্পাদক অাবদুল্যাহ অাল মামুন, সদস্য সুমন চন্দ্র ভৌমিক, ইউনিয়ন অা’লীগ নেতা গিয়াস উদ্দিন সুমন, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হক সাব, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. হাসান, যুবলীগ নেতা ওমর ফারুক রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইব্রাহীম ভুঞা রাসেল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইস্রাফিল ভুঞা রাজু প্রমূখ।
অনুষ্ঠানে দুই শতাধিক নারী অভিভাবক উপস্থিত ছিলেন। অনুৃষ্ঠান শেষে এ+ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনা / সৈয়দ মনির।