বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১৯৮২ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত আই.টি.আই-এর নবম কংগ্রেসে বিশ্বনাট্যদিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তী বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব ন্যাশনস্ উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতিবছর বিশ্ব নাট্যদিবস উদ্যাপনের সিদ্ধান্ত হয়। ১৯৮২ সাল থেকে বাংলাদেশে বিশেষ মর্যাদায় এই দিনটি উদ্যাপিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় কাল সোমবার ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (বাংলাদেশ কেন্দ্র), বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এবং বাংলাদেশ পথনাটক পরিষদ সম্মিলিতভাবে এ দিবসটি উদ্যাপন করবে। এবছর ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রয়াত মিজারুল কায়েসকে বিশ্ব নাট্যদিবস সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে।
বিশ্ব নাট্যদিবসকে সামনে রেখে ফরাসি খ্যাতিমান অভিনেত্রী ইজাবেল হুপেয়ার এবং বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা-নাট্যনির্দেশক-লেখক আতাউর রহমান এবছর পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
২৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় বেইলী রোডস্থ নাটক সরণি’র মহিলা সমিতি মিলনায়তন থেকে শুরু হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে আনন্দ শোভাযাত্রা শেষ হবে। বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলনী এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে থাকবে বিশ্ব নাট্যদিবসের আলোচনা, বিশ্ব নাট্যদিবস বাণী পাঠ, সম্মাননা ও বিশ্ব নাট্যদিবস বক্তৃতা।
বিশ্ব নাট্যদিবস বক্তৃতা করবেন নাট্যজন ইনামুল হক। আরো বক্তব্য দেবেন নাট্যজন রামেন্দু মুজুমদার, নাট্যজন আতাউর রহমান, আইটিআই (বাংলাদেশ কেন্দ্র), সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী, মান্নান হীরা, সভাপতি, বাংলাদেশ পথনাটক পরিষদ এবং অরও অন্যান্য নেতরা।