পানিবন্দি মানুষের পাশে দাড়িয়েছে রাজবাড়ী পুলিশ | বাংলারদর্পণ

খন্দকার রবিউল ইসলাম:
একদিকে করোণা ভাইরাস অন্য দিকে নতুন করে যোগ হয়েছে বন্যা-বড় ধরনের এমন দুটি বিপদের সাথে যুদ্ধ করছে মানুষ।

এর মধ্যে সবচে বেসি বিপদে পরেছে কর্মহীন শ্রমিক ও নিম্নআয়ের পদ্মা নদী পাড়ে থাকা মানুষ গুলো। যে কারণে সবচে বেসি অসহায় হয়ে পড়েছে তারা। দিন কাটছে খেয়ে না খেয়ে। এমন অসহায় পানিবন্দী মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ পুলিশ বাহীনি। ট্রলার যোগে পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার ত্রাণসামগ্রী ও নতুন শাড়ি কাপড়, লুঙ্গি উপহার হিসেবে পৌছে দিয়েছে পুলিশ।

২৯ জুলাই বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজির আহমেদ বিপিএম (বার) এর পক্ষ থেকে দৌলতদিয়ার ক্যানাল ঘাট এলাকায় বানভাসী ও পানিবন্দী শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম।

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নদী পারের মানুষের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হলো পর্যায়ক্রমে অন্য চারটি উপজেলার অসহায় মানুষের মধ্যেও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনালে অব পুলিশ ড. বেনজির আহমেদ বিপিএম (বার) এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছলি চাল, ডাল, তেল, লবন, সাবান, লুঙ্গি,শাড়ি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান সহ অনান্য পুলিশ সদস্যরা।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *