দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের কমিটি গঠন | বাংলারদর্পণ

দাগনভূঞা প্রতিনিধি:
“পরিচয়, বন্ধুত্ব, সহযোগিতা, দল যার যার রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ সবার” এই স্লোগান কে সামনে নিয়ে প্রবাসে বসবাসরত দাগনভূঞার প্রবাসীদের নিয়ে দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের উপদেষ্টা আমেরিকা নিউইয়র্ক আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া চৌধুরী (আমেরিকা) এই কমিটি ঘোষণা করেন।

কানাডা প্রবাসী দিদার মাহমুদ ভূঁইয়াকে আহ্বায়ক ও অস্ট্রিয়া প্রবাসী হেলাল মিয়াকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্যগণ হলেন- যুগ্ম আহবায়ক মো.কাজী মিজান (কুয়েত), যুগ্ম আহবায়ক মো. নূরুল আবছার রাসেল (সৌদি আরব), যুগ্ম আহবায়ক ওমর শরীফ খান (সাউথ আফ্রিকা), যুগ্ম আহবায়ক আবু সাকাওয়াত রিজন (আমেরিকা),

ফখরুল ইসলাম রুবেল ( স্পেন), যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ( সৌদি আরব), যুগ্ম আহবায়ক জহির উদ্দিন মনির (সৌদি আরব), যুগ্ম আহবায়ক মিজানুর রহমান (বাহরাইন), সদস্যগণ হলেন, নাজমুল আহসান জাহেদ (কুয়েত), মোক্তার হোসেন (দ. আফ্রিকা), গাজী সোহেল (ফ্রান্স), আল হেলাল অশ্রু (কাতার), আবু সাইন জিল্লু (আরব আমিরাত), আক্তার উদ্দিন রাজীব (যুক্তরাজ্য), নূরুল হুদা সোহাগ (আরব আমিরাত), আলা উদ্দিন ( সৌদি আরব), প্রিন্টু আলম (গ্রীস), ইমাম হোসেন (জাপান), শেখ আবদুর রহমান (সৌদি আরব), ফয়সাল আসিফ (ইতালি), মোহাম্মদ সোহান (বাহরাইন), পারভেজ আহমেদ সুজন (আমেরিকা), ফখরুল ইসলাম জিতু (ওমান)।

দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট ব্যাংকার নবিউল হক খানসাব বলেন, আমরা দাগনভূঞার সকল প্রবাসীকে একটি প্লাটফর্মে নিয়ে আসতে চেষ্টা করেছি। আশাকরি সকল প্রবাসী এক হয়ে দাগনভূঞার কল্যাণে কাজ করবে।
কাজী ইফতেখার, বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *