সোনাগাজীতে করোনায় আক্রান্ত ২০১ : মৃত্যু ১১ জন | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। নতুন করে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মচারী, উপজেলার ৬নং চরচান্দিয়া এলাকায় একজন নারীসহ করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০১।

বুধবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ।

তিনি বলেন, এ পর্যন্ত উপজেলায় ৬৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত ৬৬৯ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে ২০১ জনের করোনা পজিটিভ এসেছে। মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ১৬৩ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২৮ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২০ এপ্রিল উপজেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। ৩৫ বছর বয়সী ওই যুবক সোনাগাজী পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন।

তিনি ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশনে থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *