ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সাহেবের ঘাট ব্রীজ সংলগ্ন ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন আক্তার জানান, রবিবার বিকেলে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের সাহেবের ঘাট ব্রীজ সংলগ্ন ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোঃ রনি মিয়াকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এবং এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর মেশিন জব্দ করা হয়েছে।
বাংলারদর্পন