ফেনী’ প্রতিনিধি >>>>
ফেনীর সোনাগাজী পৌরসভার দুটি সড়কের দৈর্ঘ্য প্রায় ১ কি.মি । নির্মান ব্যায় নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকা । দুটি সড়ককে নির্মান কাজের দুটি আলাদা প্যাকেজ করা হয়েছে।
দুটি প্যাকেজের টেন্ডার পায় ফেনীর নাহার এন্টারপ্রাইজ ও রফিকুল আলম এন্টারপ্রাইজ । সিডিউল অনুযায়ী পাথর , রড ও সিমেন্ট দিয়ে ঢালাইয়ের মাধ্যমে নির্মান কাজ করতে হবে ।
শনিবার থেকে ঢালাই কাজ শুরু হয় । সরেজমিনে দেখা গেছে ঢালাই কাজে পাথরের সাথে ইমারত ভাঙা পুরাতন কনক্রিট , সিমেন্টের সাথে রাবিশ ব্যবহার হচ্ছে, রডের ব্যবহারও সিডিউল অনুযায়ী হচ্ছেনা।
এলাকাবাসী ও স্থানীয় কাউন্সিলরের আপত্তি স্বত্বেও কাজ চালিয়ে যাচ্ছে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান ।
পৌরসভার সংশ্লিস্ট ওয়ার্ডের কাউন্সিলর নুর নবী লিটন বলেন, দুটি সড়কই গুরুত্বপূর্ন । মান সম্পন্ন কাজ করার লক্ষে প্রকৌশল বিভাগের চাহিদার চেয়েও বেশি বরাদ্দ দেয়া হয়েছে।
কিন্তু বরাদ্দ অনুযায়ী ৫০% কাজও হচ্ছেনা। বৃষ্টির মধ্যেই ইমারত ভাঙা পুরাতন কনক্রিট , সিমেন্টের সাথে রাবিশ ব্যবহার করে ঢালাই কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান গুলো।