হাসপাতালে এসে কোনো রোগী যেন বিনা চিকিৎসায় ফিরে না যায়  – ফেনীতে নৌ সচিব

বাংলার দর্পন >>>

বাংলাদেশ সচিবালয়ের নৌ- সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের সরকারী হাসপাতালগুলোতে ৬২ ভাগ বেড খালী পড়ে আছে । কিন্তু ফেনীর ক্ষেত্রে হাসপাতালের চিত্র সম্পুর্ণ  ব্যতিক্রম। ফেনীতে বেশ রোগী আছে। এ ক্ষেত্রে সাবধান হতে হবে।

 

ফেনী হাসপাতালে এসে কোনো রোগী বিনা চিকিৎসায় যেন ফিরে না যায়। হাসপাতালের বেড না খালী না থাকে তা অবজারবেশন করতে হবে। তিনি আরো বলেন, ফেনীতে অনেকের মুখে মাক্স আছে কিন্তু ঠিক জায়গায় নেই। অনেকে থুতনীর উপর মাকস পেলে রাখে।

 

এ বিষয়ে সচেতন হতে হবে। কারো শরীরের তাপমাত্রা বাড়লে তাঁর উচিত নিজেই জন-সমাগম স্থান ত্যাগ করা।এভাবে আমাদের সবাইকে সচেতন হয়ে নিজেকে গুটিয়ে রাখতে হবে।  যদি তাপমাত্রা ৯৯ পার্সেন হয় তখন তাকে বাড়িতে কোরারেন্টাইনে থাকতে হবে।

 

ফেনীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত কোভিড-১৯ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

 

আজ শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *