ফেনীতে দুর্ধর্ষ ডাকাতি : ডাকাতের হামলায় বৃদ্ধা নিহত, শ্লীনতাহানীর শিকার দুই নারী | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ছনুয়ায় ডাকাতের হামলায় সকিনা বেগম নামে এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছে। এসময় দু’নারীকে শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া রেহান উদ্দিন ভুঞা বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও বৃদ্ধা সকিনার বেগমের ছেলে আশরাফুল ইসলাম জানান,একদল ডাকাত ডাকাতির উদ্যোশ্যে বাড়ীতে হানা দেয়।

এসময় সকিনা বেগম নামে এক বৃদ্ধা সহ ঘরের দু গৃহবধু ইসরাত জাহান ফারজানা (২৬) ও নুর নাহার রানী (৩৩) কে গামছা দিয়ে হাত পা বেধে ঘরের কক্ষে আটকে রাখে। একপর্যায় বৃদ্ধা সকিনা বেগম শৌরচিৎকার করলে তার উপর ডাকাতরা হামলা চালালে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরন করেন।

একইসময় তার সাথে থাকা দু’নারীকে শ্লীলতাহানি করে ডাকাত সদস্যরা। পরে বাড়ী থেকে ৪ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহত সকিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *